নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২২/০৩/২০২৫ তারিখ আনুমানিক রাত ২৩.১৫ ঘটিকার সময় র্যাব- সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর মহানগর তাজহাট থানাধীন মর্ডাণ মোড়ে অর্জন আবাসিক হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর দেহ তল্লাশী করে তার হাতে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল্লাহ মাহমুদ (২৭), পিতা-মোঃ শফিকুল হক মুছল্লী, মাতা-মোসাঃ সেফালী বেগম, সাং-বেলদহ, পোস্ট-পাইকেরছড়া, ইউপি-পাইকেরছড়া ৯নং ওয়ার্ড, থানা-ভুরুঙ্গামারি, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।