রাজস্থলীতে বৌদ্ধ সংঘরাজ ভদন্ত ঞানুত্তর মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১২:৫৭:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১২:৫৭:৫৭ পূর্বাহ্ন




মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী 
পার্বত্য চট্টগ্রামের ৭তম বৌদ্ধ সংঘরাজ ও  রাজস্থলী উপজেলার লংগদু পূনবাসন পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সংঘ নায়ক ভদন্ত ঞানুত্তর মহাথেরোর জাতীয় অন্তোষ্টিক্রিয়া নানা আয়োজনে সম্পন্ন হয়েছে।


এ উপলক্ষে দুদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃতদেহকে নিয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সইং নৃত্য পূজা অর্চনা আর প্রার্থনার মধ্য দিয়ে এই অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়।

শনিবার (২২মার্চ) বিকালে লংগদু পাড়ার পাশে বিশাল জমির মাঠে ডং বাজীর মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ পোড়ানো হয়। এই অনুষ্ঠানে হাজরো মানুষ ভিড় জমায় রাজস্থলী উপজেলার লংগদু পাড়ায়। জানা যায়, রাজস্থলী  উপজেলার  দুই নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পূনবাসন পাড়ার বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সংঘ নায়ক ভদন্ত  ঞানুত্তর  মহাথেরোর মৃত্যুর ৪ মাস পর এই বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

২০২৪সালের  ডিসেম্বরে ৯১ বছর বয়সে এই বৌদ্ধ ভিক্ষু পরলোক গমন করেন। ঐতিহ্যবাহী রীতিতে বিশেষ প্রক্রিয়ায় এই মৃতদেহ এতদিন কফিনে সংরক্ষণ করা হয়েছিল। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান দেখতে বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মানুষ ভিড় জমায় অনুষ্ঠান স্থলে।

এদিকে ধর্মসভায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন, নাইক্ষ্যংছড়ি(বান্দারবান) কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, রামগড় মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুমনা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সাবেক সভাপতি ভদন্ত সমা মহাথের, ঞানা মহাথের, উত্তিমা মহাথের, ইন্দ্রাচারিয়া মহাথের, ঞানা মহাথের, ক্ষেমাছারা মহাথের  সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও সদস্য প্রতুল দেওয়ান সহ রাজস্থলী উপজেলার বিএনপির অংঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ দায়ক দায়িকা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের চেয়ারম্যান অন্তেষ্টিক্রিয়ার জন্য ৫০ হাজার টাকা দান করেন। 

এদিকে গতকাল রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]