এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীতে হত দরিদ্রের মানুষের মাঝে শুকনো ইফতার সামগ্রী উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে সারোয়াতলী আ'লা হযরত (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মাস্টারের সভাপতিত্বে এবং রাশেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাচখাইন মহিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আবু সায়ীদ সিদ্দিকী, মাওলানা নুরুদ্দীন কাদেরী, মাওলানা মিজানুর রহমান নক্সবন্দী, মাওলানা মহিউদ্দিন মাহমুদ মানিক, শহিদুল ইসলাম সিকদার, শিফন সিকদার, মফিজুর রহমান মাস্টার এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজনের অংশ হিসেবে এলাকার অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে শুকনো ইফতার বিতরণ করা হয়। এরপর মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।