নিজস্ব প্রতিবেদকগত ৩০/১১/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ১৬:২৫ ঘটিকায় ঢাকার কেরাণীগঞ্জের মালঞ্চ হাসপাতালের সামনে স্থানীয় অবৈধ বালু ব্যবসায়ী ও মাদক কারবারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটে। এরই জের ধরে একই তারিখ সন্ধ্যায় ডিসিস্ট মো: রনি (৩০)’কে কে বা কারা ধারালো চাকু দিয়ে হত্যা করে ঢাকার কেরাণীগঞ্জের জিয়া নগর মালঞ্চ হাসপাতালমুখী রাস্তায় ডিসিস্টের মৃতদেহটি ফেলে যায়। পরবর্তীতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার এসআই (নি:) এস এস তৌহিদুর রহমান জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে বর্ণিত স্থানে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
উক্ত ঘটনায় এসআই (নি:) এস এস তৌহিদুর রহমান ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৩/২০২৫ তারিখ অনুমান ১৪.৩০ ঘটিকায় র্যাব- এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার জেলার কামরাঙ্গীরচর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং-১৯, তারিখ- ১২/১২/২০২৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর আসামী মো: রাসেল (২৪), পিতা- মো: বাবুল, সাং- চৌধুরী বাড়ি হযরতপুর ঢালিকান্দী, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা‘কে গ্রেফতার করে।