​রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকা থেকে বাঘায় ধর্ষণ মামলার আসামী তুষার গ্রেফতার মাসুদ রানা রাব্বানী,

আপলোড সময় : ২২-০৩-২০২৫ ১২:৫৩:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৫ ১২:৫৩:০৪ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক
রাজশাহী: রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলার আসামী তুষারকে বেলপুকুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১২টার পরে মহানগরীর বেলপুকুর থানাধীন জামিরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতার মোঃ তুষার (২৪), সে বাঘা থানার হাবাসপুর গ্রামের মোঃ মুক্তারের ছেলে। শুক্রবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর বেলপুকুর থানার জামিরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী মোঃ তুষারকে গ্রেফতার করা হয়। বাঘা থানার মামলার নং-২০/৭০, তারিখ- ১৮/০৩/২০২৫। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে। শুক্রবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]