বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (২০মার্চ) শহরের ঐতিহ্যবাহী হোটেল রয়্যাল প্যালেসের হল রুমে, পিরোজপুর জেলা জাতীয় পার্টি, অঙ্গ -সহযোগী সংগঠনের উদ্যোগে, পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক জনাব বশির আহমেদ হাওলাদারের সভাপতিত্বে এবং পিরোজপুর জেলা জাতীয় পার্টির সদস্য জনাব মোতালেব হোসেন তোতার পরিচালনায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাস্ট্রপতি জনাব পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের ৯৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুস্ঠানে,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ মাশরেকুল আজম রবি,
আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম, কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র ও যুব নেতা মোঃ শহিদুল ইসলাম সোহেল, পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা জনাব তৌনিক উল হক, জাতীয় যুব সংহতি পিরোজপুর জেলা আহবায়ক জনান হাফিজুর রহমান, পিরোজপুর জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জনাব হাসিব মিলন, সদস্য সচিব জনাব মাসুদ পারভেজ, পিরোজপুর জেলা জাতীয় তরুন পার্টির আহবায়ক আব্দুর রাজ্জাক সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির সারাদেশের নেতাকর্মীদের জন্য দোয়া করা হয় ও ইফতার বিতরণ করা হয়।