নিজস্ব প্রতিবেদক
গত ২৮/০২/২০২৫ তারিখ সময় আনুমানিক ১২:৩০ ঘটিকায় ৩য় শ্রেণীতে অধ্যয়নরত ভিকটিম (০৯)’কে আসামী মো: রুহুল আমীন (৩৫) তার গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শিলমূল পশ্চিম পাড়ার ভাড়াবাসায় বাসা পরিষ্কার করার কথা বলে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাসা পরিষ্কার করতে থাকলে আসামী মো: রুহুল আমীন ভিকটিমের মুখে কাপড় বেধে জোরপূর্বক ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৮, তারিখ- ১০/০৩/২০২৫, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৩/২০২৫ তারিখ রাত আনমানিক ২০:৩০ ঘটিকায় র্যাব-১ ও র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের টংগীবাড়ী থানার কুন্ডেরবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মো: রুহুল আমীন (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-পশ্চিম বেতকা, থানা- টংগীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।