মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের ইফতার মাহফিল

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৬:০১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৬:০১:২৩ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক​
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন,
 বৃহস্পতিবার ইফতার পূর্বক সময়ে পৌরসভার ৭নং ওয়ার্ডে আমরিন ভবনে মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের অস্থায়ী কার্যালয় এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের সভাপতি ও বেতমোর আশ্রাফুল উলূম ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ মোস্তফা জামান। পবিত্র কুরআন পাঠের মধ্যেদিয়ে আলোচনা শুরু হয়।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, দূর্নীতি ও বৈষম্যহীন সমাজ বিনির্মানে রমজানের গুরুত্ব ও শিক্ষা আমাদের মহৎ পেশায় কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষকদের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরাম সব সময় পাশে থাকবে।

এসময় শিক্ষকদের নিয়ে গঠিত এ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও একতা আরও সুদৃঢ় করার আহŸান জানানো হয়। অনুষ্ঠানের আয়োজকরা সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজে শান্তি, ন্যায়বিচার, মূল্যবোধ।

বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুল হক।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]