মুলাদী প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় মুলাদী প্রেসক্লাব হলরুমে উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আবু ছালেহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আঃ মোতালেব, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, মুলাদী প্রেসক্লাবের সহ-সভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল, কে এম মোশারফ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি একে আজাজ কালাম খান, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নজরুল সিকদার, সাংগঠনিক সম্পদক রেজা হাওলাদার, অন লাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম সরদার, সাংবাদিক ঐক্যকল্যান পরিষদ সহ-সভাপতি সেন্টু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম খসরু বলেন, সাংবাদিকরা হলেন জাতীর বিবেক, জুলাই আগষ্টের বিপ্লবে সাংবাদিকগন সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন বলেই বিপ্লব সফল হয়েছে ও বৈষম্য দূরীভুত হয়েছে। সাংবাদিকগন আগামীতেও যদি সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরা অব্যাহত রাখে তাহলে খুব দ্রæত সময়ের মধ্যেই বৈষম্যমূলক দেশ গঠন সম্ভব।