নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের ফলে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক মূল্যবোধ ভেঙে পড়েছে, যা উগ্রবাদ ও চরমপন্থা বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, “সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরি। তাই এগুলোকে মুখোমুখি দাঁড় করানোর প্রয়োজন নেই। জাতীয় ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে।”
বৃহস্পতিবার (২০মার্চ) দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাইয়ুম চৌধুরী আরও বলেন, জনগণের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ওপর গুরুত্ব দিতে হবে। কেউ যদি মনে করেন, তাদের ব্যক্তিগত বিচার-বিবেচনা দেশের সব ভোটারের সম্মিলিত মতামতের চেয়ে গুরুত্বপূর্ণ, তবে তা দুঃখজনক। এটি পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের মতবাদের প্রতিফলন হতে পারে।”
তিনি জনগণের রায়ের ভিত্তিতে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি প্রেরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “গণতন্ত্রকামী জনগণকে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আব্দুল হাসনাতের সভাপতিত্বে ও সদস্য সচিব জামাল আহমেদের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, পাবেল রহমান, নোমানুল হক জুনেদ, নুরুল আমিন, জয়নাল আবেদীন, বাচ্চু মিয়া, হাজী আব্দুল মতিন, আছাদ উদ্দিন রুকন, মুহিবুর রহমান মারুফ, রিহাদ আহমেদ, শাহাব উদ্দিন, কামাল মিয়া, শমিম চৌধুরী, কয়েছ মিয়া, মিটু দেব, রাজু আহমেদসহ উপজেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দ।