১৮০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় র্যাব- কর্তৃক গ্রেফতার; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
অদ্য ২০/০৩/২০২৫ তারিখ সকাল আনুমান ০৭.০৫ ঘটিকায় র্যাব- এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কোলাপাড়া দক্ষিণ পাইকসা বটতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মোটরসাইকেলে করে মাদক বহনকালে আনুমানিক ৫৪,০০০/- (চুয়ান্ন হাজার) টাকা মূল্যমানের ১৮০ (একশত আশি) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সোবাহান খলিফা (৪০), পিতা- মৃত হাজী ছবর আলী খলিফা, সাং- নিয়ামতকান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুর বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।