বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯মার্চ) সন্ধ্যায় ফজলুল হক হলের খেলার মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাকৃবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব।
ইফতার মাহফিলে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪ টি হল ৪ ট হল থেকে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, মাওলানা ভাসানী হল (প্রস্তাবিত) এবং ঈশা খাঁ হল থেকে আসা শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই আমাদের মূল উদ্দেশ্য। ইফতার আয়োজনের মাধ্যমে আমরা চাই, সকল শিক্ষার্থী একসঙ্গে বসে মিলেমিশে খাবার গ্রহণ করুক, পারস্পরিক সৌহার্দ্য বাড়ুক। সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সম্পর্ক আরও গভীর হচ্ছে, যা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকবো এবং তাদের স্বার্থরক্ষায় কাজ করে যাবো।