রাজনীতির কিং মেকার আ.জলিল হাওলাদারের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১২:৫৮:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১২:৫৮:৩৬ পূর্বাহ্ন





রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ আজ ১৯ মার্চ বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজনীতির কিংমেকার আব্দুল জলিল হাওলাদারের ২৫তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের ১৯ মার্চ ঝালকাঠি শহরের ভাড়া বাসায় তার ‘রহস্যজনক’ মৃত্যু হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। রাজনীতির কিং মেকার খ্যাত আব্দুল জলিল হাওলাদার ৮৬ ও ৮৮সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে জাপা প্রার্থী মো.মনিরুল ইসলাম মনিকে দুই বার, ৯১ সালে বিএনপি প্রার্থী সৈয়দ শহীদুল হক জামাল ও ৯৬ সালে আওয়ামী লীগ প্রার্থী শেরে বাংলা তনয় একে ফায়জুল হককে সংসদ সদস্য নির্বাচিত করার “নায়ক” ছিলেন। জননন্দিত নেতা আব্দুল জলিল হাওলাদার জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সংযুক্ত পিরোজপুর জেলার বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে যে প্রার্থীর পক্ষ নিতেন তিনিই বিজয়ী হতেন আর বিপক্ষে অবস্থান নিলে হেরে যেতেন। অমিত সাহসী ও নেতৃত্বগুণ সম্পন্ন এ নেতাকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদসহ রাজনীতির শীর্ষমহল পর্যন্ত চিনতেন ও জানতেন।

তিনি রাজনীতির মাঠে লড়তেন ব্যাঘ্রের মতন। তৃনমূলে রাজনীতি করেও দলের হাইকমান্ড পর্যন্ত তার সখ্যতা ও বিচরণ ছিল। তার এ দূরদর্শি নেতৃত্বগুণ ও জনপ্রিয়তা প্রতিপক্ষের হিংসার কারণ হয়ে দাঁড়ায়। অকাল প্রয়াত এ নেতার মৃত্যু রহস্য আজও অনুদঘাটিত। তার শূণ্যতা আজও বানারীপাড়াবাসী গভীরভাবে অনুভব করেন। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]