বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী রাজধানী থেকে র‌্যাব-পুলিশের অভিযানে গ্রেফতার

আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৮:৩৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৮:৩৬:৪১ অপরাহ্ন



রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখারে স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩৮) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী আলী আকবর ফকিরকে (৬৬) রাজধানী থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকা থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে রাত ৯টার দিকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। বুধবার (১৯ মার্চ) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়।

 থানা ও মামলা সুত্রে জানা গেছে, গত বছরের ৩১ অক্টোবর রাতে মাহাবুব সিকদার (৪০) নামের এক ব্যাক্তি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের উত্তর ধারালিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীকে ফুসলিয়ে পাশর্^বর্তী চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চাখার গ্রামের আলী আকবর ফকিরের কাছে নিয়ে যান। মাহাবুব সিকদারের সহায়তায় ওইদিন রাতভর উত্তর চাখার এলাকার মাওলা কাজীর বাগানে নিয়ে আলী আকবর ফকির তাকে ধর্ষণ করেন। এ ঘটনার প্রায় তিন মাস পরে ভিকটিম ওই নারী বাদী হয়ে গত ১ ফেব্রুয়ারী বানারীপাড়া থানায় উপজেলার উত্তর চাখার গ্রামের আলী আকবর ফকির (৬৬) ও মাহাবুব সিকদারের (৪০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামীরা আত্মগোপনে চলে যান। এদিকে অভিযুক্ত আলী আকবর ফকির ও তার পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে। 







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]