ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৫:২৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৫:২৩:১১ অপরাহ্ন


 
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম। 
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইঁদুর নিধনের জন্য বাড়ির পেছনের ইরি ধানক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দেন জয়নাল হাওলাদার। তবে, অসাবধানতাবশত তিনি সকালে সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান। দুপুরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে তিনি নিজেই বিদ্যুতায়িত হন। তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিদ্যুৎ ব্যবহারে অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তারা সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।
 
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত চলছে, এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]