পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:১৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:১৫:২৭ অপরাহ্ন


 
 
 বিশেষ প্রতিনিধি:
 
পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. মিজান (২১) নামে এক যুবককে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ মার্চ ২০২৫ইং) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ সময় সাত জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. সালাম হাওলাদার (৫০), মোহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আব্দুল আজীজ এর ছেলে আব্দুল মালেক হাওলাদার (৬৬), আব্দুল মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা  (৫৭), আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. আইয়ুব আলী হাওলাদার (৫৮)।
 
খালাস প্রাপ্তরা হলেন, ওসমান ফরাজি, মিল্লাত হোসেন, জাকির খলিফা, ফয়সাল, মাসুম মৃধা, মাসুদ মৃধা এবং হেমায়েত।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ০২ নভেম্বর ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাজারে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে একদল ডাকাত ডাকাতির জন্য আসে এসময় রফিকুল ইসলাম দোকানের মধ্যে ঘুমে ছিলেন তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় মিজান গুলিবিদ্ধ হয়। পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
 
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়ালিদ হাসান বাবু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির বাদল।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]