হরিপুরে হিসাব সংরক্ষণ কর্মকর্তা ঘুষলেনদেনের সময় দুদকের হাতে গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:০৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:০৭:১২ অপরাহ্ন



সিরাজুল ইসলাম  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের  হরিপুর উপজেলায় ১৭ই মার্চ সোমবার  দুদকের অভিযানে ঘুষ লেনদেনের সময়  দুই  জন আটক হয়েছে।

বলে জানায়, সোমবার ১২ :৩০টায় ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা (ইএও) এর কার্যালয়ে জনাব মোঃ আজমির শরীফ মারজী সহকারি পরিচালক ও উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁও ও হরিপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে ঘুষ লেনদেন করার সময়  ১) মোঃ শেরিকুজ্জামান (৫০), পিতা -মোঃ আলী,  সাং-বড়ভিটা, থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী, পদবী-হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, ২)মোঃ আব্দুল মান্নান (৩৯), পিতা-মোঃ আব্দুল মোত্তালিব, সাং-হাজীপাড়া,  থানাঃ ঠাকুরগাঁও  জেলাঃ ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁওদ্বয়কে নগদ ৫০০০/-( পাঁচ হাজার) টাকাসহ আটক করা করেন আটক করে দুদক বর্তমানে  উক্ত আসামীদ্বয় দুদকের হেফাজতে আছে। উক্ত দুই ঘুষলেনদেন কারীর বিরুদ্ধে  আইনগত বিচার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]