নিজস্ব প্রতিবেদক
র্যাব- সিলেট এর অভিযানে আঞ্চলিক পর্যায়ের চাঞ্চল্যকর অপরাধী ও ০৬টি মামলার পলাতক আসামী মোবারক হোসেন মেন্দীকে সিলেট কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকা থেকে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-সিপিএসসি এর একটি আভিযানিক দল ১৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ১৩.০৫ ঘটিকায় সিলেট কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে সিলেট ওসমানীনগর থানার এফআইআর নং-১, তারিখ- ০১ মার্চ ২০২৫ খ্রিঃ, ধারাঃ ১৪৩/১৪৯/৩৪১/৩৪২/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/১৮৬/১৮৭/১৮৯/১০৯/১১৪/৩৪ এর মূলে এজাহার নামীয় পলাতক আসামী- মোবারক হোসেন @মেন্দী (৬০), পিতা- মৃত সাজিদ উল্লাহ, সাং- উত্তর কালনিরচর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ০৬টি মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।