২ টি ককটেল ও ১২ টি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত র‌্যাব- রাজধানীর কদমতলী কুসুমবাগ হতে গ্রেফতার।

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০২:০২:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০২:০২:৫৫ পূর্বাহ্ন





নিজস্ব প্রতিবেদক

গতকাল ১৬/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৭.৩০ ঘটিকায় র‌্যাব- এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকা, কদমতলী থানার কুসুমবাগ জামে মসজিদের পার্শে একটি পরিত্যক্ত বাড়ির তৃতীয় তলায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত দলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জামাল (৩২), পিতা-মৃত ফজলু, সাং-লেবুখালী, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, এ/পি-জুরাইন কমিশনার মোড়, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা, মোঃ আরিফ হোসেন (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং- হলুদিয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, এ/পি-জনৈক এ্যাড. মঞ্জুরুল রহমান এর বাড়ীর ভাড়াটিয়া, কুসুমবাগ, পূর্বজুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, মোঃ আকাশ (২৬), পিতা-মোঃ মুসা, সাং-মহরাজপুর, থানা-মোকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, এ/পি- জনৈক আবসার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, জুরাইন কমিশনার রোড, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৪। মোঃ ওমর ফারুক (৩০), পিতা-মৃত শাহ আলম, সাং- মিরপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, এ/পি-আঃ রাজ্জাক উকিলের পাশের্^র বাড়ী, বাগান বাড়ী, পূর্বজুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৫। মোঃ নাজমুল (২৫), পিতা- মোঃ শাহবুদ্দিন, সাং- বাগাদী, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, এ/পি- জনৈক কবির এর বাড়ীর ভাড়াটিয়া, জুরাইন কমিশনার রোড, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৬।
মোঃ মুরাদ রহমান খান (৩০), পিতা-মোঃ ফজলুর রহমান খান, সাং- কুসুমবাগ পূর্বজুরাইন, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ডাকাতির  কাজে ব্যবহৃত চাপাতি- ০১টি, লোহার রেঞ্জ- ০১টি, লোহার রড- ০১টি, সুইচ গিয়ার চাকু- ০৩টি, চাকু- ০৫টি, বড় ছুড়ি- ০১টি ও ককটেল সদৃশ্য বস্তু- ০২টি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলে জানা যায়।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]