বাকৃবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শাহজালাল হলে ইফতার মাহফিল

আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:২৯:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:২৯:৪০ পূর্বাহ্ন


বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে শাহজালাল হলে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে শাহজালাল হলের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মাহফিলে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও ইসলামিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা ও শাহজালাল হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরির উত্তম সময়। এই ইফতার মাহফিল আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে ইসলামের শিক্ষা, নৈতিকতা ও যুবসমাজের করণীয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত কর হয়।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]