নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে পিএফজি এবং ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ শনিবার বিকাল ৩ টায় পৌর এলাকার বেউথা পাড় রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় ।
পরিকল্পনা সভার সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর বিলকিস রেজা পরাগ এবং সভা সঞ্চালনা করেন, পিএফজি কোঅর্ডিনেটর মোঃ ইকবাল খান। সভায় উপস্থিত সকলের সম্মতিতে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিস অ্যাম্বাসেডর ফারজানা জোবাইদি সিমকি, পিএফজি সদস্য সালাম আহমেদ, মজিবুর রহমান, আমিনুল ইসলাম, আশুতোষ রায়, মোঃ আক্তার হোসেন মিলন, সাধন সূত্রধর প্রমুখ।
উল্লেখ্য, একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করাই পিএফজি’র উদ্দেশ্য।