নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলার সদর মডেল থানার পূর্ব খলিলপুরের রোমান হত্যা মামলার ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব- সিলেট।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১৫ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৯:৩০ ঘটিকায় সিলেট জেলার ওসমানীনগর থানাধীন তাজপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর মডেল থানার মামলা নং ৩৭/২১৩ তারিখ ২৯/০৭/২০২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৮০/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড এর মূলে ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- জাবেদ মিয়া(৩৫), পিতা- ফারুক মিয়া, সাং-পূর্ব-লামুয়া, থানা- সদর, জেলা- মৌলভীবাজার। ৩। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।