ইফতার শেষে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত গড়লো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:০৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:০৯:০০ অপরাহ্ন


 

বাকৃবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এক শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি এতিম, অসহায় ও দুস্থ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে আয়োজিত এই ইফতার মাহফিল শেষে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান চালান ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ইফতার শেষে মাঠ, আশপাশের এলাকা এবং ব্যবহৃত সামগ্রী পরিষ্কার করেন। ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কোনো নির্দেশনার অপেক্ষা না করেই সকলে স্বতঃস্ফূর্তভাবে এই মহৎ কাজে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, ছাত্রদল সবসময়ই মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে। ইফতারের আয়োজন যেমন আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, তেমনি পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক কর্তব্য। ছাত্রদলের কর্মীরা সবসময় দেশপ্রেম, শৃঙ্খলা এবং মানবিকতার আদর্শকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ছাত্রদল এমন সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রেখে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও আশেপাশের মানুষের প্রশংসা কুড়িয়েছে ছাত্রদলের এই উদ্যোগ। তারা মনে করেন, এই ধরনের কার্যক্রম অন্যান্য সংগঠনের জন্যও দৃষ্টান্ত স্থাপন করবে। বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ছাত্রকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষায় এমন আরও কার্যক্রম অব্যাহত থাকবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]