র্হাাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জুলাই ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫মাচ) বিকালে উপজেলা পরিষদ পরিঘদ মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর,বরিশাল-২(বানারীপাড়া -উজিরপুর) আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোকাম্মেল হোসেন মোজাম্মেল এবং পৌর জামায়াতের আমীর মোঃ কাওসার হোসেনের যৌথ প্রাণবন্ত সঞ্চালনায়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এডভোকেট তারিকুল ইসলাম, ওয়ালটন’র সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, বানারীপাড়া মাহমুূদিয়া আলীম মাদরাসার সাবেক অধ্যক্ষ ও জামায়াত নেতা মাওলানা আব্দুল জলিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসাইন মাস্টার, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ ফাইয়াজুল হক, উপজেলা জামায়াতের সদস্য মাওলানা আতিকুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাব্বির হোসেন সোহাগ প্রমুখ। আলোচনা শেষে খতিব হাফেজ মাওলানা আল আমিন হোসাইন দোয়া- মোনাজাত পরিচালনা করেন।