পিরোজপুরে সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের করনীয় বিষয়ে সভা ও সুরক্ষা কমিটি গঠন

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১০:৩০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১০:৩০:০৯ অপরাহ্ন



বিশেষ প্রতিনিধি: 

 বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং তৎসংলগ্ন বিভিন্ন অঞ্চল সমুহের দুষণ কমানো এবং প্লাস্টিক বর্জনের লক্ষ্যে পিরোজপুরে জেলার সাংবাদিকদের নিয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় যৌথ সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু। মুখ্য আলোচক হিসাবে সুন্দরবন প্রকল্পের সমন্বয়ক শুভাশীষ ভট্টাচার্য  সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ উপকুলীয় পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে সম্যক ধারনা উপাস্থপন করেন।

তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। করমজল, হাড় বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, দুবলার চর, হিরণ পয়েন্ট, জামতলা সি বিচ পয়েন্ট থেকে শুরু করে একেবারে সুন্দরবনের কোল ঘেঁষা পর্যটনকেন্দ্রগুলোতে বেড়েছে প্লাস্টিকের দূষণ। পর্যটকেরা সঙ্গে করে নিয়ে আসছেন পানীয় বোতল, পলিথন প্লাস্টিকের প্যাকেট, চায়ের কাপসহ বিভিন্ন প্লাস্টিক পন্য। বাড়ি ফেরার আগে সে সব ফেলে যাচ্ছেন স্পটগুলোতে ও বিভিন্ন নদ-নদিতে। তিনি বলেন এ থেকে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ রক্ষা করতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করে আমাদের ‘মা’ সুন্দরবনকে রক্ষা করতে হবে।

পরে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল রক্ষা ও পরিবেশ দূষণ বন্ধে পিরোজপুর জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়। এতে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমকে আহবায়ক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন,  নেছারাবাদ উপজেলার মো. আনোয়ার হোসেন এবং মঠবাড়িয়া উপজেলার যুগ্ম আহবায়ক এবং আমাদের সময় ডট কমের পিরোজপুর প্রতিনিধি খেলাফত হোসেন খসরুকে সদস্য সচিব করে পিরোজপুরের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ২৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী। সুন্দরবন রক্ষার্থে এই কার্যক্রম ২০২৬ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]