মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভস এর সহযোগীতায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে, মাদার্স অফ ডিজেবল চিলড্রেন (এমডিসি)।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় মুলাদী মাদার্স অফ ডিজেবল চিলড্রেন (এমডিসি) এর কার্যালয়ের সামনে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আবু বকর মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলী আকবর মুন্সি, মাদার্স অফ ডিজেবল চিলড্রেন (এমডিসি) এর প্রতিষ্ঠাতা তানজিলা সিদ্দিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ৮৫জন বিশেষ চাহিদা সম্পন্তি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল আলু, পিয়াজ, পোলার চাল, বুট, খেজুর, চিনি, চিরা, মুড়ি ও মুরগি। উপহার সামগ্রী পেয়ে আনন্দে উচ্ছাসিত হয়ে পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো ও তাদের পরিবার।