সুবর্ণ মৈত্রী বৌদ্ধ বিহারে নব নির্মিত ৪৫ফুট উচ্চতা ধম্মবিজয়া বুদ্ধ প্রতিবিস্ব অভিষেক সংঘদান অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৪:২৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৪:২৩:২৪ অপরাহ্ন



রাজস্থলী, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলাস্থ সূবর্ণ মৈত্রি বিহারের নব নির্মিত ৪৫ ফুট উচ্চতা নির্মাণাধীন ধম্মাবিজয়া বুদ্ধ প্রতিবিম্ব অভিষেক সংঘদান ও অষ্টপরিস্কার মহা পূন্য অনুষ্টান অনুষ্টিত হয়।

এতে উদ্বোধক ছিলেন, রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। ১৪ মার্চ শুক্রবার সকাল ৯ টা হতে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের রাস্তা মাথা নামক এলাকায় রাজস্থলী সুবর্ণ মৈত্রী বিহার প্রাঙ্গনে ৪৫ ফুট বুদ্ধ মুর্তি মহা পূন্য অনুষ্টানে সমবেত বন্দনা, ও পঞ্চশীল গ্রহন, ত্রিপিটক পাঠ জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্টিত হয়। গতবছর এ দিনে ধম্মাবিজয়া বুদ্ধ মুর্তিতে অষ্টধাতু স্থাপন, ধর্মীয় দেশনা ও দানীয় সামগ্রী উৎস্বর্গ করা হয়। অনুষ্টানের সদস্য সচিব উজ্বল তনচংগ্যা বলেন, কেবল বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ নয়, হিন্দু খ্রীষ্টান রাজনীতিবিদ সমাজের দায়ক দাযিকা বৃন্দের দানের টাকায় এ বৌদ্ধ মুর্তি গড়ে তুলা এত বড় অনুষ্টান পরিচালনা করা হচ্ছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী  বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত  ধর্মানন্দ মহাথেরো বলেন, ধ্যানরত বুদ্ধমূর্তির অনেক গুরুত্ব রয়েছে বৌদ্ধধর্মে। দেশে ধ্যানরত অবস্থায় এত বড় একটি বুদ্ধমূর্তি নির্মাণ অত্যন্ত গৌরবের। নতুন এই বুদ্ধমূর্তি পর্যটনেও ভূমিকা রাখবে। দেশ-বিদেশের অনেক পর্যটক আসবেন এটি দেখতে।অনুষ্টানে প্রাজ্ঞ পন্ডিত পূজনীয় ভিক্ষু সংঘ, দুর দুরান্ত থেকে আসা হাজার হাজার দায়ক দাযিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]