
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন আমরা ন্যায়- ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবো।মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কাওরান বাজার শাখার উদ্যোগে সকল শ্রেণি পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কাওরান বাজার শাখার সভাপতি মোঃ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উওরের কর্মপরিষদ সদস্য, তেজগাঁও থানা দক্ষিণ আমীর ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জননেতা ইন্জিনিয়ার নোমান আহমদী, মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল হোসাইন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তেজগাঁও থানা দক্ষিণ কর্মপরিষদ সদস্য মোঃ আলী আকবর হোসাইন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার,কাওরান বাজার শাখার সহসভাপতি মোঃ মুহিব উল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুস সাওার, সমাজ কল্যাণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, বিএম সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সোলায়মান হোসেন তুহিন প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ মোশারফ প্রমুখ।
খিলক্ষেতে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচনের আগে রাষ্ট্রের কার্যকর সংস্কার জরুরি -ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা
দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করণ ও সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায়, অপরাধ, অবিচার ও দুর্নীতি দূর করতে সকলকে সম্মিলিত প্রয়াস চালানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজিলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
তিনি গতকাল নিকুঞ্জ-২ মাঠ খিলক্ষেত পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মো. হাসনাইন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সলিমুল্লাহর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আলমগীর মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন ভূঁইয়া এবং এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, রমযান হলো এমন এক বরবকপূর্ণ মাস যে মাসে আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘রমযান মাস হলো সে মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশক; আর ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে রোজা রাখবে....। (সূরা আল বাকারাহ, আয়াত-১৮৫)। হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, ‘বান্দার সব আমল তার নিজের জন্য; কিন্তু শুধু রোজা আমার জন্য। তাই আমি নিজ হাতেই এর প্রতিদান দেব।’ (সহীহ আল বোখারি, হাদিস নং-১৯০৪)।
তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী ফ্যাসীবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বরং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা শুরু করেছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজন সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসীবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। তাই এ প্রশ্নে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় পতিতরা আবার ছিদ্রপথ খুঁজতে পারে।
পল্লবী থানা উত্তরে ইফতার মাহফিল
গতকাল ১৪ মার্চ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে পল্লবী থানা উত্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নাসির উদ্দিন এবং ঢাকা ১৬ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক কর্নেল (অবঃ) মুহাম্মদ আব্দুল বাতেন। থানা আমীর মাওলানা মুহাম্মদ সাইফুল কাদেরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন শহীদ আলভির গর্বিত পিতা আবুল হাসান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইফতার পূর্ববর্তী দুয়া ও মুনাজাত পরিচালনা করেন মিরপুর ১২ বায়তুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুজ্জামান।