ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মশাল মিছিল

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০১:১১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০১:১১:২৭ অপরাহ্ন




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে গিয়ে শেষ হয়।

বক্তব্য রাখেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, আছিয়ার মৃত্যুর পরে সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। কিন্তু মৃত্যুর আগে কেনো এমন কার্যক্রম নেওয়া হলো না। এছাড়া সারাদেশেই প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে ধর্ষকদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]