বিরোধী ছাত্র আন্দোলনের ট্রিপল মার্ডার মামলার আসামী কে গ্রেফতার র‌্যাব-

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০১:১৪:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০১:১৪:৩৮ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্রিপল মার্ডার মামলার আসামী হোসাইন (১৯)’কে র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জ হতে গ্রেফতার।

গত জুলাই ২০২৪ তারিখ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার অংশ হিসেবে গত ১৪ আগষ্ট ২০২৪ তারিখ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী এবং অস্ত্রধারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, রড এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতা এবং সাধারণ জনগণের উপর এলোপাথাড়ি মারধর করলে ভিকটিম মো. সাইদুল ইসলাম ইয়াসিনসহ আরো দুইজন’কে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে যাত্রাবাড়ী থানার সামনে পাকা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরবর্তীতে পথচারী লোকজন ও শান্তিপ্রিয় আন্দোলনরত ছাত্র-জনতা ভিকটিমদের দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ভিকটিমগণ মারা যান। পরবর্তীতে ভিকটিম সাইদুল ইসলাম ইয়াসিন এর মা বাদী হয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখ-০৫/০৯/২০২৪ খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী হোসাইনসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত ঘটনায় নিরস্ত্র ছাত্র-জনতা এবং সাধারণ জনগন বৈষম্য বিরোধী আন্দোলন দমনে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনরত নিরীহ সাধারণ ছাত্র-জনতা হত্যাকান্ডে জড়িত হোসাইনসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।  

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ১৪ আগস্ট ২০২৪ তারিখ উল্লেখিত রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ সাধারণ ছাত্র-জনতার ট্রিপল মার্ডার এর আসামী মোঃ হোসাইন (১৯), পিতা-বিল্লাল হোসেন, সাং- টানপাড়া দক্ষিন যাত্রাবাড়ী, থানা- যাত্রাবাড়ী ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]