​সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ

আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৪:২১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৪:২১:৪৭ অপরাহ্ন



মো: সেলিম রেজা, সিরাজগঞ্জ
মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।


অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র গত  রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার (১৩ মে) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে। জড়িত স্কুলছাত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি জানান, পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টায় দিকে মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত তার খোঁজখবরও নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, স্কুলছাত্রীর বাবা থানায় এসেছেন। মামলার অভিযোগ লেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত স্কুলছাত্রকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। বর্তমানে শিশুটির রক্তক্ষরণ বন্ধ আছে। মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]