বাকেরগঞ্জ প্রতিনিধি বরিশাল __
বরিশালের বাকেরগঞ্জে পুলিশ সদস্য মাইনুল ইসলামের নামে প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের ভূমিদস্য আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সেলিম রেজার ভগ্নিপতি। পুলিশ সদস্য মাইনুল ইসলাম মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
সুত্র জানায়, বাকেরগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডে ৪৬ নং ভরপাশা মৌজায় ২৮৯, ২৯১ ও ৪৫৮ নং খাতিয়ানে ৯৬৩, ৯৬৪, ৯৬০ ও ১৪৬৯ নং দাগে পৈত্রিক সূত্রে ৩ শতাংশ ও ৮ শতাংশ ক্রয় করে মোট ১১ শতাংশ জমিতে গাছপালা রোপন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় পুলিশ সদস্য মোঃ মাইনুল ইসলাম পুলিশী দাপটে তার সুমুন্দি আওয়ামী লীগ নেতা সেলিম রেজার প্রভাব খাঁটিয়ে ওই জমির কিছু অংশ জবরদখল করার চেষ্টা করেন। পরবর্তীতে গত ১০ মার্চ আকবর হোসেন মাসুম তার ভোগদখলীয় জমিতে বালু ভরাট করতে গেলে বাঁধা দেয়। পরদিন ১১ মার্চ মঙ্গলবার তিনি মাসুমের জমির কিছু অংশ জবরদখল করার জন্য বাউন্ডারী দেয়াল নির্মাণ করার অপচেষ্টা করেন।মিডিয়া কর্মীদের উপস্থিতিতে স্থানীয় লোকজনের তোপের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হন পুলিশ সদস্য মাইনুল।
ভুক্তভোগী আকবর হোসেন মাসুম বলেন, দীর্ঘদিন যাবত তার ক্রয়কৃত জমি পুলিশ সদস্য মাইনুল স্থানীয় থানা পুলিশের ক্ষমতা দেখিয়ে জমি দখল করার চেষ্টা করছেন। সে বিগত দিনে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাবস্থায় বিভিন্ন জায়গায় জমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এ বিষয় থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও তারা বিষয়টি আমলে না দিয়ে উল্টো মাইনুলের পক্ষ নিয়ে ওসি আমাদের দেখে নেয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে পুলিশ সদস্য মাইনুলের বক্তব্যের জন্য তাকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।