​মণিরামপুরে মানবপাচার প্রতিরোধ কমিটির সাথে উন্নয়ন সংস্থা রুপান্তরের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১০:৩৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১০:৩৮:৫৩ অপরাহ্ন




আব্দুল্লাহ আল মামুন, যশোর 
বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে মণিরামপুর উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ই মার্চ সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড এম্বাসীর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের মাধ্যমে উক্ত কার্যক্রম যশোর ও ঝিনাইদহে চলমান। প্রশিক্ষক দিপংকর মন্ডলের পরিচালনায় প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু প্রকল্পের কার্যক্রম অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মণিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ গাজী,

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলহাজ্ব মুছা, এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার বক্তব্যে বলেন এই কার্যক্রম চলমান থাকলে মানবপাচার হ্রাস পাবে এবং পাচার ফেরৎ মানুষের জীবন মান উন্নয়ন হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]