​ঠাকুরগাঁও চুরি হওয়া শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হলো

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৮:০৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৮:০৪:০৪ অপরাহ্ন



রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সায়ানকে ফিরিয়ে দেয়া হলো মায়ের কোলে। চুরি হওয়ার দুদিনের মাথায় শিশুটি উদ্ধার করে।

(১২মার্চ) বুধবার রাতে মায়ের কোলে তুলে দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, শিশুটি চুরি হওয়ার পর তথ্য পেয়ে র‍্যাব-১ এবং ১৩ এর পাশাপাশি কয়েকটি সংস্থার যৌথ অভিযানে গাজীপুর থেকে হারিয়ে যাওয়া শিশু সায়ানকে উদ্ধার করেছে র‍্যাব। পরে তারা খবর দিলে ঠাকুরগাঁও থানা পুলিশ সায়ানের মা-বাবাকে নিয়ে গাজীপুরে রওনা দেয়। পরে আজ দুপুরে র‍্যাব চারজন আসামিসহ শিশুটিকে হস্তান্তর করে। 
পরবর্তিতে ঠাকুরগাঁও থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় শিশুটিকে। 

গ্রেপ্তারকৃতরা হলো- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের মো. শামসুদ্দিনের মেয়ে সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) এবং লিটন মিয়ার স্ত্রী মোসা. লাভলী বেগম (৩২)।

শিশু সায়ান ঠাকুরগাঁও সদরের ভুল্লী মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ইসলাম ও হাসি আক্তার দম্পতির সন্তান। 

উল্লেখ্য, গত ৯ মার্চ দুপুর ২টার দিকে দুই মাস ১৭ দিন বয়সী শিশুটি শ্বাসকস্টে ভুগলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করায় পরিবার। পরদিন ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিশুটির মা ওয়ার্ডের ভেতর অপরিচিত এক নারীর কাছে সন্তানকে রেখে বাইরে যান। ফিরে এসে দেখেন সেই নারী ও শিশুটি নেই।

এই ঘটনায় শিশুটির বাবা শিমুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় অপহরণ মামলা করেন। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ ও ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল যৌথভাবে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, অভিযুক্তরা গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আসামিরা ঠাকুরগাঁ সদর থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে৷

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]