নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় আনুমানিক কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী ও র্যাব-১০ এর যৌথ টিম।
গত ১২ মার্চ, ২০২৫ তারিখ দিবাগত রাতে সেনাবাহিনী ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চট্রগ্রাম টু ঢাকাগামী মাতুয়াইল ইউ-টার্ন রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্টে এসএ পরিবহন এর তিনটি কার্গোগাড়ী তল্লাশি করে আনুমানিক কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে র্যাব-১০ সচেষ্ট রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশ থাকে যে, আসন্ন ঈদ-উল-ফিতর সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ চোরাইকারবারীরা মাদকদ্রব্য ও আতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।