কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:৪৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:৪৬:০২ অপরাহ্ন




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে এইচপি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ৪০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে সেনা বাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

শ্যামলী পরিবহন বাসের যাত্রী হাফিজুর রহমান বলেন, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বারবার নিষেধ করলেও চালক তা শোনেননি, যার ফলস্বরূপ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

অপর বাসের যাত্রী মনির হোসেন বলেন, তাদের বাসের চালকও বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। তিনি দাবি করেন ওই চালক এর আগেও সিরাজগঞ্জ এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিল।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানা উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা প্রদান করে। দুটি বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]