​চট্টগ্রামে, দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা " শীর্ষক বিভাগীয় সেমিনার আয়োজন।

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৯:৫০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৯:৫০:২৭ অপরাহ্ন



এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

আজ ১২ই মার্চ শনিবার সকাল ১১:০০ ঘটিকায়  চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে "দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা " শীর্ষক বিভাগীয় সেমিনার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ কর্তৃক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব ফরিদা খানম। সেমিনারে যাকাতের তাত্ত্বিক পর্যালোচনা ও গুরুত্ব বিষয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়।

এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা হতে আগত ইসলামিক ব্যক্তিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, "আমরা যেহেতু সবাই দায়িত্বশীল এবং নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব, তাই সকলকেই নিজ অধিক্ষেত্রে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালাতে হবে, যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে।"

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন, "যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বাড়তে থাকে, তাই যাকাত  প্রদানের গুরুত্ব সম্পর্কে সকলকেই অবগত ও সচেতন করতে হবে।" এ সময় জনগণকে উৎসাহ প্রদানের জন্য বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক চট্টগ্রাম উভয়ই ইসলামিক ফাউন্ডেশন  যাকাত ফান্ডে অর্থ প্রদান করেন। এ সময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন, কেন্দ্রীয় যাকাত বোর্ডের সদস্য শায়খ মুফতি জসীম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের ইসলামিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]