​শেরপুরে অটোরিকশার চাকায় উড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৯:৪২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৯:৪২:৩১ অপরাহ্ন



স্টাফ রিপোর্টার:

শেরপুর পৌরসভার অন্তর্গত চাপাতলী মহল্লায় অটোরিকশার চাকায় উড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১১ মার্চ মঙ্গলবার বিকেলে। নিহত ছাত্রীর নাম মিম আক্তার (১৩)। সে চরশেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত মিষ্টার আলীর ছোট মেয়ে এবং স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত মিস্টার আলী গত দশ দিন আগে প্রথম রোজার দিন মারা যায়। ১০ দিনের ব্যবধানে একই পরিবারের দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সদস্যরা জানায় শেরপুর শহর থেকে ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে অটোরিকশা আরোহী স্কুল ছাত্রী নিজের গায়ের উড়না অটোরিকশায় চাকায় পেঁচিয়ে গিয়ে ছিটকে রাস্তায় পরে যায়। এসময় গলায় ফাঁস লেগে গুরুত্বর আহত হয় পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর আত্মীয়রা মেয়েটি লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]