ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে বালু উত্তেলন সংক্রান্ত সংবাদে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়।
এতে বক্তব্য রাখেনন, বুধন্তী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, বিজয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক মিয়া ইয়ার রাসেল, ওয়ার্ড বিএনপি নেতা খালেকুজ্জামান বাবর।
এ সময় বক্তারা বলেন, বিজয়নগর উপজেলার বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মুন্সী আসাদুজ্জামান আসাদকে জড়িয়ে তিতাস নদী থেকে বালু উত্তেলন নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
তারা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রকৃত পক্ষে সেখানে বালু উত্তেলনের কোন ঘটনা ঘটে নি। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয়েছে। এ সময় মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা এই তীব্র প্রতিবাদ জানান।