বানারীপাড়ায় দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:২৮:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১২:২৮:৫০ পূর্বাহ্ন


 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
 
বরিশালের বানারীপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার উদ্যোগে সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১১মার্চ) জোহর নামাজ বাদ বানারীপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র বরিশাল জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ, বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম রাব্বি প্রমুখ বক্তৃতা করেন।

এছাড়াও সংগঠনের উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সহ সাংবাদিক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। 
 
মানববন্ধনে বক্তারা দেশের সকল হত্যা, ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেন।
 
আরও বলেন এদেশে ধর্ষণ, ঘুম, খুন,চাঁদাবাজি ইত্যাদি বন্ধ করতে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এগুলো কখনোই বন্ধ করা সম্ভব নয় বলে দাবি করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ওসমান গনির দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মানববন্ধন শেষ হয়।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]