নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারকে আওয়ামী দোসর, দলীয় শৃংখলা ভঙ্গ ও চাদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ জেলা আহবায়ক ও সদস্য সচিব কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না সেই মর্মে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে । অন্যতায় তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।
নোটিশে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারকে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবীগঞ্জ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে আসীন থেকে,বিতর্কিত কর্মকাণ্ড দ্বারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হবিগঞ্জ জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হবিগঞ্জ জেলার সদস্য সচিব এমদাদুল হক ইমরান স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জানানো হয়।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারকে বহিস্কারের দাবি জানিয়ে জাতীয়তাবাদীদল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে আবেদন করেছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান।
অভিযোগে বলেন, একজন নির্যাতিত কর্মী হিসাবে একটি বিষয় অবগতি করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদার, তার সহযোগিরা ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন পর থেকে নবীগঞ্জের বিভিন্ন অফিস আদালত, বালু মহালে ও মিথ্যা মামলা সাজিয়ে চাঁদাবাজি ও মামলা বানিজ্য করে যাচ্ছে। আল আমিনের চাঁদাবাজি ও মামলা বানিজ্যের ঘটনায় নবীগঞ্জ এর সুশীল সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবিষয়ে আল আমিন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করেন। তিনি আর কোন মন্তব্য করতে চাননি।