ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রির দায়ে মাদক কারবারিকে কারাদণ্ড

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০২:৪৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০২:৪৯:২০ অপরাহ্ন





মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে এক মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার (৯মার্চ) রাত ৮ টার দিকে ভূঞাপুর পৌর শহরের কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে একটি পানের দোকানে গাঁজা সেবনের সময় হাতেনাতে তাকে আটক করেন ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও পুলিশ টহল টিমের সদস্যরা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে পানের দোকানে মো. ফরহাদ নামে একজন মাদক কারবারি গাঁজার ব্যবসা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও টহল পুলিশের সহযোগিতায় মো. ফরহাদের দোকানে অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর দোকানে তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্য মজুদকৃত গাঁজা জব্দ করা হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]