বুড়িচংয়ে বসতবাড়ি ও গোয়ালঘর ভষ্মীভূত; অগ্নিদগ্ধ ৫টি গরু, মালিক হাসপাতালে!

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:২৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:২৪:৫৭ অপরাহ্ন

 



মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ৩ টি বসতবাড়িসহ গোয়ালঘর ভষ্মীভূত ও ৫ টি গৃহপালিত গরু আগুণে দগ্ধ এবং একজন অগ্নিদগ্ধে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১০ মার্চ ২০২৫) আজ সকাল ৮টার দিকে বুড়িচং  সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর মধ্যপাড়ার শিরু ব্যাপারী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে অগ্নিকান্ড এলাকার পুলিশের সাবেক সদস্য মোঃ শামীম জানান, উল্লেখিত সময়ে বাড়ির রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে বৈদ্যুতিক তারে লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়িসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই সময় ৫ টি গরু অগ্নিদগ্ধ হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন এবং পরে বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুন নিভাতে গিয়ে ঘর ও গরুর মালিক মিজান ব্যাপারী ছেলে মাসুদ (গাড়ি মিস্ত্রী) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রযেছে। এছাড়াও শিরু ব্যাপারীর ছেলে আবু তাহের,কাশেম ব্যাপারীর ছেলে পারভেজ এর ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা। জয়দল জানায়,অগ্নিদগ্ধ তিন গরু তাৎক্ষণিকভাবে জবাই করা হয়েছে।

এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি তাঁর ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বাড়ি ও গোয়াল ঘরসহ পুড়ে গেছে এবং একই সময় অগ্নিকান্ডে দগ্ধ ২টি গরু জবাই করেছে মালিক। তবে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপক্ষে তা নিরুপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]