ধর্ষণের বিচার দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:৩৯:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:৩৯:৩৬ পূর্বাহ্ন




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশে শিশুসহ ক্রমাগত ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার ছাত্র-জনতা।

আজ রবিবার ( ৯ মার্চ )  বিকেলে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

এসময় তারা তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই,  ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন- ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, হুসাইন কবির, সিয়াম, শান্ত প্রমুখ।

বক্তারা দ্রুত ধর্ষকের কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সর্বোচ্চ শাস্তি ফাঁসি চান। আর তা না হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও  জানান তারা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]