এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক পাচারকারী প্রাইভেট কারের চাপায় বাসকাউন্টার মাস্টার গোপাল দাস (৫৫) গুরুতর আহত হয়েছে। ০৬ই মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গোপাল দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত গোপাল দাসকে দ্রুত ঢাকা পঙ্ধসঢ়;গু হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, বাস কাউন্টার মাস্টার নাইট কোচের জন্য রাস্তার পাশে অপেক্ষা করার সময় কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৩১-০১৩৯) তাকে পিছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন যুবক মোটরসাইকেলে প্রাইভেট কারকে ধাওয়া করে ৩ কি.মি. দূরে আচমিতা বাজার এলাকায় প্রাইভেট কারকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তার গাড়ি তলাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ গাড়িটি জব্দ ও গাড়ির চালক রায়হানকে (৩০) আটক করে। এ সময় মাদকপাচারের অপর সহযোগি সাকিল পালিয়ে যায়। আটককৃত রায়হান ভৈরব উপজেলার জালাল উদ্দিনের ছেলে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় গাড়িসহ চালক রায়হানকে আটক এবং গাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাকিল নামে অপর সহযোগি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ ০৭ ই মার্চ শুক্রবার কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় গুরুতর আহত গোপাল দাসকে ঢাকা পঙ্ধসঢ়;গু হাসপাতালে চিকিৎসা চলছে।