ভালুকায় শ্রমিক দলের অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ- ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দলের অফিস ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৮ মার্চ শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের মাহমুদপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত রাতে মকবুল মেম্বার, ৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, যুবলীগ নেতা ফেদৌস, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তারিকুল, আকরাম হোসেন গংরা তাদের লাঠিয়াল বাহীনি নিয়ে শ্রমিকদলের অফিসে হামলা চালায়।
হামলার ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মী আহত হন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাসছুল হুদা খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।