খানসামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১১:১৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১১:১৩:১৭ অপরাহ্ন

 
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
 
রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকার টু স্টার ব্রিক্সকে গুড়িয়ে দেওয়া হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা, প্রবাসী কল্যাণ শাখা) মো. মনোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আবু সায়েম।
 
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তারা (ভাটার মালিকরা) যদি আবারও অবৈধভাবে ভাটার কার্যক্রম শুরু করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।
 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]