এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহ বলেন, জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজ উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার ও কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালখালী। এসময় মোবাইল কোর্ট করে ০৩টি মামলায় ২২,০০০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, রমজান মাসে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।