দেলোয়ার হোসেন সোহেল
অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন"এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৮ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ব্রাকের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: হাবিবা খাতুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার লিয়াকত সালমান।আলোচনা সভায় বক্তব্য রাখেন তানোর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাসতুরা আমিনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডি এফ জ্যাইকা প্রকল্পের মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না,তানোর থানার এসআই মাসুদ রানা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কেন্দ্র ব্যবস্থাপক ইসমত বারি, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট লাভলী হেমরম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাকের পল্লী সমাজের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ,সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।