মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আহত, পা ভাঙা, জখম হওয়া প্রায়মৃত এমন গরু জবাই করে মাংস বিক্রয় করার অপরাধে রফিকুল তালুকদার নামে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮মার্চ) সকালে উপজেলার গোবিন্দাসী টিরোডে অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মো. আবু তারেকসহ পুলিশ সদস্যরা সহ অন্যান্যরাও ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন- আহত, জখম, মৃতপ্রায় এমন গরু জবাই করে মাংস বিক্রয় করার অপরাধে গোবিন্দাসী টি রোডের রফিকুল তালুকদার নামে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।